বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা গত ২২ শে এপ্রিল চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো.খাঁন জিয়াউল ইকবাল জুয়েল, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব জ্যোতিষ ভাষ্কর লায়ন ড. শ্রী রাম আচার্য্য। সভাপতিত্ব করেন জ্যোতিষ ভাষ্কর পণ্ডিত বিজয় শর্ম্মা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী দুলাল কান্তি বড়ুয়া, রতন আচার্য্য,তুষার দাশ ( দোলন ), সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব জ্যোতিষ ভাষ্কর- এস.কে. আচার্য্য। সভায় চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন মহাসচিব কৃষ্ণপদ আচার্য্য ও লায়ন শঙ্কর আচার্য্য মহোদয়ের আশুরোগ মুক্তি কামনায় স্রষ্টার নিকট প্রার্থনা করা হয়। আগামী ১৫ই মে হতে তিনদিনব্যাপী কক্সবাজারে আনন্দ ভ্রমণের সাম্ভাব্য তারিখ নির্ধারণ করেন পাশাপাশি উক্ত অনুষ্ঠানে সাউথ এশিয় এষ্ট্রফেডারেশন – নেপাল ( বাংলাদেশ চ্যাপ্টার ) ও চট্টগ্রামে বিভাগে বি আই এ উদ্বোধনের জন্য প্রস্তুতি গৃহীত হয়, আগামী ৫ ই মে ইং তারিখের মধ্যে সকল সদস্যদের অংশগ্রহণের টাকা ও ২ কফি পাসপোর্ট সাইজের ছবি সহ আনন্দ ভ্রমণ প্রস্তুতি কমিটিকে জমা দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করা হয়। পরিশেষে নবাগত সদস্যদের উক্ত সভায় কেন্দ্রীয় কমিটি লায়ন ড. শ্রীরাম আচার্য্য মহোদয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।