আজিমুল গণী ( শারজাহ)
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী বংশোদ্ভুত কাশফুন নাহার গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন।
সম্প্রতি ইউএই’র শারজাহ গ্রেসিব ইংলিশ স্কুল থেকে তিনি পাশ করে এ কৃতিত্ব অর্জন করেন।
তিনি চট্টগ্রামের রাউজান থানাধীন উরকিরচর ইউনিয়নের প্রবাসী এমরানের মেয়ে ।
কাশফুন নাহারের পিতা মো. এমরান বলেছেন, তার ভাল ফলাফলের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছি। তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং সকল আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।