আজিমুল গণী (ইউএই) প্রতিনিধি: গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের নব গঠিত ইউএই কেন্দ্রীয় গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান, শপথ গ্রহণ ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ:)’র ৬৫ তম সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
নব গঠিত কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব’কে সভাপতি ও কাজী মোহাম্মদ ওমর গনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় গাউছিয়া কমিটির উপদেষ্টা মৌলানা মীর মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইউ এ ই কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সহ সভাপতি যথাক্রমে আলহাজ্ব মোহাম্মদ আজম খান, আলহাজ্ব শফিউল আলম মানিক, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী জামাল, মৌলানা ফজলুল কবির চৌধুরী, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ আজিম, ইলিয়াস আজম, মোহাম্মদ তৈয়ব শাহ, মোহাম্মদ কাশেম, সিবলি নোমানী, জসিম উদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আইয়ুব সালকু, মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলানা মোবারক আলী ও মোহাম্মদ ফারুক বাহাদুর, আলহাজ্ব ছুফি নুরুল আমিন, আবু তাহের, হাজী মোহাম্মদ ইয়াকুব, মৌলানা আব্দুল কাদের, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ নুরুল আলম, সরওয়ার আলম, মোহাম্মদ তৌহিদুল করিম, মোহাম্মদ নেজাম, মাওলানা আব্দুল গফুর নোমানী, মাওলানা হাফেজ আবু জাফর, আবু শাহেদ আরজু, মাওলানা সেলিম উদ্দিন তৈয়বী, হেলাল উদ্দিন শোয়েব, মোহাম্মদ মহিউদ্দিন, হাফেজ আবুল বাশার,মোহাম্মদ সফিউল আলম শফী, মোহাম্মদ নাছির, শফিউল আজম, সাইফুদ্দিন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ আবু হানিফ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সেলিম , রায়হান সবুজ, মৌলানা কাসেম, মোহাম্মদ মুনসুর, হাফেজ আবুল বশর, নুরুল আলম, মোহাম্মদ হালিম, মোহাম্মদ রেজাউল করিম (রানা), মৌলনা আবদুল করিম প্রমূখ । অনুষ্ঠানে ইউএই’র বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মাওলানা মীর মোহাম্মদ ইয়াকুব,মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী।