নিজস্ব প্রতিবেদক:
দোহাজারী পৌরসভার সড়কের কাজে ঠিকাদার থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ঠিকাদার ও শ্রমিকসহ ২ জন আহত হয়।
২৯ মার্চ সকালে দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি পরদেশী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ২৯ মার্চ ঠিকাদার মো. শাহজাহান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স এম. ডি. শাহজাহান চৌধুরী, ঠিকাদার প্রতিষ্ঠান এর মালিক। দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি পরদেশী মসজিদ সড়ক হইতে নুরুল ইসলাম লতিফি বাড়ির সড়ক পর্যন্ত আরসিসি দ্বারা ১২০ মিটার সড়ক উন্নয়নের কাজ চলিতেছে। সড়কের মো. ইরফান এখানে কাজ করতে হলে টাকা দিতে হবে না হয় কাজ বন্ধ থাকবে বলে হুমকিধুমকি দিয়া একপর্যায়ে শ্রমিক হোসন আহমদ (২৩), ও আমাকে মারধর শুরু করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন এই বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া
হবে।