আজিমুল গণী (দুবাই)
সংযুক্ত আরব আমিরাতের আজমানে সি,আই,পি সৈয়দ মামুনুর রশিদ ইমনের বাসভবনে দোয়া মাহফিল ও মেজবানির আয়োজন করা হয়েছে। মামুনের গ্রামের বাড়ী ফটিকছড়ি, নানুপুর সৈয়দ পাড়ায়।
গত ১৪ জুলাই রোববার রাতে আজমান আল রাউদা ২ নম্বর, ভিলা ৩৩, এ মেজবানির আয়োজন করা হয় ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার (সনি), উদ্ভোধক ছিলেন মান্যবর রাষ্ট্র দূত আবু জাফর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি.আই.পি আইয়ুব আলী বাবুল, সাইফুদ্দিন আহমদ, আবুল বাশার,সি.আই.পি ইঞ্জিনিয়ার আবু জাফর, সি.আই.পি ইসমাইল গনি, কাজী মোহাম্মদ আলী, সি.আই.পি মোহাম্মদ ফরিদুল আলম, সি আাই,পি,সৈয়দ মিজানুর রশিদ, মৌলানা ফজলুর কবির চৌধুরী, মোহাম্মদ মহিন উদ্দিন, মৌলনা মোবারক, সৈয়দ এমরান, সৈয়দ মামুন, সৈয়দ মাসুদ, হাফেজ সৈয়দ নবু বাশার, মৌলানা সৈয়দ মুরাদ, মোহাম্মদ ইকবাল, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, মোহাম্মদ মালেক, সৈয়দ আবছার, মোহাম্মদ আলফাজ, মোহাম্মদ আনসারুল হক আনসার, সৈয়দ নবীন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এমরান, মোহাম্মদ রফিক উদ্দিন, সি, আই, পি, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আজগর চৌধুরী, মোহাম্মদ এমদাদ, মোহাম্মদ তহিদ, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ ইয়াছিন তালুকদার, সুফি নুরুল আমিন, মোহাম্মদ ফয়জুল ইসলাম, মোহাম্মদ গোলাপ, উত্তর খিরাম আবদুল বাসেত জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মোতোয়াল্লী মোহাম্মদ রফিক উদ্দিন, মোহাম্মদ মোকতার, মুখতিয়ার হোসাইন, মো. খোরশেদুল আলম প্রমুখ। দেশ ও প্রবাসে অবস্থানরত সকলে জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাও. ফজলুল কবির চৌধুরী।