চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিগত দেড় বছর আগে দোহাজারী পৌরসদর এলাকা থেকে মোবাইল ফোন চুরি হয়ে যায় দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি সাংবাদিক হাজী শহিদুল ইসলামের। এরপর তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তখন চন্দনাইশ থানায় একটি জিডি করেন। ওই জিডির সুত্র ধরে চন্দনাইশ থানার এএসআই ছোটন তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মোবাইল ফোনটি সাতকানিয়ায় ব্যবহার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে বিষয়টি সাতকানিয়া থানার এএসআই ইসমাইল হোসেন মোবাইলটি উদ্ধারে কাজ শুরু করেন। অবশেষে দীর্ঘ ১৫ মাস চেষ্টার পর চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন তিনি। মোবাইল ফোন উদ্ধারের ফোন পেয়ে সাংবাদিক শহিদুল ইসলাম গতকাল রবিবার বিকেলে সাতকানিয়া থানায় উপস্থিত হয়ে এএসআই ইসমাইলের নিকট হতে তার মোবাইল ফোনটি বুঝে নেন।