মো. আজিমুশ শানুল হক দস্তগীর, চন্দনাইশ, চট্টগ্রাম:
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় দেশের কোথাও ১ ইঞ্চি ফসলি জমিও অনাবাদি রাখা যাবে না। কারণ কৃষি আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। বাংলাদেশের অর্থনীতির ৮০ ভাগ অবদান কৃষির । প্রতিটি এলাকায় বোরো চাষের সুবিধার্থে খাল খনন বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, খাল এমনভাবে খনন করতে হবে যাতে ১০ বছরও খালে হাত দিতে না হয়। এই ১০ বছরের মধ্যে পানি চলাচলে বিগ্ন ও বোরো চাষে বাঁধা হলে তার দায়ভার ঠিকাদারকে বহন করতে হবে। ঠিকাদারের পরিচয় তিনি একজন ঠিকাদার সে রাজনৈতিক পরিচয় দিয়ে প্রভাব খাটানোর কোন সুযোগ নেই।
২২ মার্চ শুক্রবার সকালে চট্টগ্রামের চন্দনাইশ বরকল হাওন খালি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী (এমপি)। এর আগে প্রধান অতিথি হিসেবে তিনি আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিএডিসি চট্টগ্রাম রিজিওনের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, বিএডিসি সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, আজমানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, চেয়ারম্যান যথাক্রমে আবদুর রহিম, এস এম সায়েম, খোরশেদ বিন ইসহাক, খোরশেদুল আলম টিটু, আ’লীগ নেতা সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ন আহ্বায়ক এস এম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, যুবলীগ নেতা ফোরক আহমেদ, গওস মো. মিল্টন, আনসারুল হক আনসার, ছাত্রলীগ নেতা কাফি চৌধুরী , সাকিব প্রমূখ।