চট্টগ্রাম নগরীর কাজির দেউরী এলাকায় একটি রেস্টুরেন্টে গল্প কুটির সনাতনী পরিবারের মিলন মেলা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী আয়োজনের মধ্য ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,শ্রীমদভগবদগীতা পাঠ,অতিথি বরণ,ম্যাজিক শো,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মানিত অতিথি বৃন্দকে সম্মাননা,ইভেন্ট বিজয়ী দের সম্মাননা,এক্টিভ সদস্যদের সম্মাননা প্রদান, কেক কাটা ও আলোচনা সভা। গল্প কুটির পরিবারের প্রধান এডমিন, চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিষ গবেষক আর,এস আচার্য্য আশিক এর সভাপতিত্বে পণ্ডিত শ্রী প্রান্ত আচার্য্য’র সঞ্চালনায় অনুষ্টানের শুভ উদ্বোধন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৬,২০,৩২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির সভাপতি এবং গল্প কুটির পরিবারের পৃষ্টপোষক ড.পণ্ডিত রাজ কুমার আচার্য্য, আলোকিত অতিথি ছিলেন জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার শম্ভু দাশ, চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির প্রধান উপদেষ্টা এম.কে শর্মা, জ্যোতিষ রাজীব আচার্য্য, গল্প কুটির পরিবারের প্রধান উপদেষ্টা এডভোকেট অভিজিৎ রায় পুলক,পৃষ্টপোষক তাপস দাশ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গ্রাম বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী শিমুল শীল, বাংলাদেশ বেতার ও টেলিভিশন কন্ঠশিল্পী শিমলা দাশ। জাদু প্রদর্শন করেন জাদুশিল্পী নয়ন আচার্য্য। গীতা পাঠ করেন শ্রী ইন্দ্রনীল শর্মা, সফল ও শ্রেষ্ঠ এডমিন হিসেবে এডমিন জ্যোতিষ আর,এস আচার্য্য আশিক এবং এডমিন মনিকা ভৌমিক কে সম্মাননা স্মারক প্রদান করা হয়,শ্রেষ্ঠ এবং সফল মডারেটর হিসেবে সংবর্ধনা অর্জন করেন টিংকু বণিক,অর্পিতা শর্মা, দীপ্তি বিশ্বাস,ওয়াংটন অভি।বাবলী রানী মজুমদার কে সংবর্ধনা দেওয়া হয়। একটিভ সদস্য ও ইভেন্ট বিজয়ী হিমাদ্রী আচার্য্য,রশ্মি মল্লিক,বাসুদেব আইচ, কাঁকন সাহা, শিবলু দেব, নদী, প্রনব বালা কে সম্মাননা এওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন গীতাঞ্জলি নৃত্যাঙ্গনের পরিচালক ফাল্গুনী আচার্য্য এবং তার শিক্ষার্থীরা, সদস্য শ্রী রিপন দাশ, হীমাদ্রী আচার্য্য, পৃথিবী চক্রবর্তী অক্সি, আরাধ্যা আচার্য্য ভূমি, প্রমুখ।