চট্টগ্রাম-১৪ আসন তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায় আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী’র পক্ষে প্রচারণা ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর ছোট ভাই দক্ষিণ জেলা আ’লীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী।শুক্রবার দিনব্যাপী উপজেলার হাশিমপুর ইউনিয়ন ও দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীকে সাথে নিয়ে প্রচারণা চালান কৈয়ুম চৌধুরী। পাশাপাশি তিনি নিজেইও আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আগামী ৭ জানুয়ারি এ আসনে নৌকা প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫মবারের মতো দেশের প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, মেয়র লোকমান হাকিম, দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টা মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম, ড. নাছির উদ্দিন, চেয়ারম্যান যথাক্রমে এসএম সায়েম, এড. খোরশেদ বিন ইসহাক, আবদুল আলীম, আবদুল শুক্কুর, আমিন আহমেদ চৌধুরী রোকনসহ আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।