“সংস্কার, সমৃদ্ধি ও ভ্রাত্বত্বের বন্ধনে সমাজকে নিয়ে যাবো অমৃতের সন্ধানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আচার্য্য সম্প্রদায়ের সামাজিক সংগঠন “আচার্য্য সমাজ চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে দীপংকর আচার্য্য কে সভাপতি ও এডঃ রিগ্যান আচার্য্য কে সাধারন সম্পাদক মনোনীত করে ২০২৩-২০২৫ দুই বৎসরের জন্য কার্যকরী কমিটি ঘোষনা করে সর্বমোট ৩০ জনের নতুন কমিটি গঠন করা হয়। সিনিয়র সহ-সভাপতি মনোনীত হোন, কাঞ্চন আচার্য্য ও তাপস আচার্য্য। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান- ডাঃ পঞ্চানন আচার্য্য, দেবাশীষ আচার্য্য, সন্জয় আচার্য্য,বিধুভুষন আচার্য্য। যুগ্ম সাধারণ সম্পাদক – রাজীব ও অভিজিৎ আচার্য্য। সহ-সাধারণ সম্পাদক – চন্দ্রনাথ ও বিপ্লব আচার্য্য। সাংগঠনিক সম্পাদক – এডঃ মিন্টু আচার্য্য। সহ-সাংগঠনিক সম্পাদক – পিয়াল আচার্য্য। অর্থ সম্পাদক – বিশ্বজিৎ আচার্য্য। দপ্তর সম্পাদক – বন বিহারি আচার্য্য। সাংস্কৃতিক সম্পাদক – রাজু আচার্য্য। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ডাঃ কিশোর আচার্য্য। প্রচার সম্পাদক – শান্তুনু আচার্য্য। সহ প্রচার সম্পাদক – শিবু আচার্য্য রুবেল। প্রকাশনা সম্পাদক – শ্রীদুল আচার্য্য। আইন বিষয়ক সম্পাদক – এডঃ ছোটন আচার্য্য। সহ-আইন বিষয়ক সম্পাদক – প্রীতি আচার্য্য অধরা। তথ্য ও প্রযুক্তি সম্পাদক – শৈবাল আচার্য্য সবুজ। ধর্ম বিষয়ক সম্পাদক – জনি আচার্য্য। মহিলা বিষয়ক সম্পাদিকা – মনিষা আচার্য্য, হৈমন্তী আচার্য্য। সাধারন সদস্য- তপন ও সজল আচার্য্য। নতুন কমিটি গঠন নিয়ে সাধারন সম্পাদক রিগ্যান আচার্য্য বলেন, আচার্য্য সমাজ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সূচনা লগ্ন হতে আমরা সবসময় আচার্য্য সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়েছি। সমাজের কুসংস্কার, বাল্য-বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন রোধে অগ্রণী ভুমিকা রেখেছি। পারিবারিক কলহ ও পারিপার্শ্বিক বিরোধের সমাধান করেছি। সমাজের হতদরিদ্র মানুষদের কমিটির তহবিল থেকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আশা রাখছি, বর্তমান নতুন কমিটির কার্যক্রম আরো দৃশ্যমান হবে।