পেশাগত দায়িত্ব পালন করার সময় চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক আজাদীর সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি (মাল্টিমিডিয়া ও অনলাইন) আবদুল আউয়াল জনি’র উপর হামলা, মোবাইল ভাংচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, চট্টগ্রাম দক্ষিণ। সোমবার (৪মার্চ) সকালে টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, চট্টগ্রাম দক্ষিণ এর সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রবিবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া হাঙ্গর খালের উপর নির্মিতব্য ব্রীজের অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গেলে দূর্নীতিবাজ ঠিকাদার মনজুর আলম এ ঘটনা ঘটায়। এমন ঘটনা সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।