শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের আজমানে  বাংলাদেশী স্বাদে মেজবানির আয়োজন চন্দনাইশে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ চন্দনাইশকে মডেল উপজেলায় রূপান্তরের মহা পরিকল্পনা চেয়ারম্যান জসিম উদ্দীনের  আসমা হুমায়রা ইভা সংযুক্ত আরব আমিরাত থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন  সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ:)’র সালানা ওরস মোবারক ও গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের নব গঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে কাশফুন নাহার ‘র গোল্ডেন এ প্লাস অর্জন বাংলাদেশ এষ্ট্রলর্জাস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত চন্দনাইশ দোহাজারীতে নতুন আঙ্গিকে সিজল’র শাখা উদ্বোধন  দোহাজারী পৌরসভার সড়কের কাজে ঠিকাদার থেকে চাঁদা দাবির অভিযোগ  চন্দনাইশে সিএনজি অটোরিক্সায় আগুন পুড়ে মারা গেল চালক

ওমর গণি এমইএস কলেজে বসন্ত উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ওমর গণি এম.ই.এস. কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল ১৫ ফেব্রুয়ারিঅনুষ্ঠিত হলো ফাগুন উৎসব। কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিংবডির সম্মানিত সদস্য শিক্ষাবিদ,লেখক অধ্যক্ষ ড.আনোয়ারা আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী,গভর্নিং বডির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ আলী।অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন ,অধ্যাপক আয়েশা বেগম,অধ্যাপক শাহানা ইয়াসমিন , শিক্ষার্থীদের পক্ষে সাংস্কৃতিক অঙ্গনের সাধারন সম্পাদক ফাতেমা আক্তার।প্রধান অতিথি ড. আনোয়ারা আলম তাঁর বক্তব্যে বলেন , ” সংস্কৃতি চর্চাই এক মাত্র মাধ্যম যার মাধ্যমে একটি দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা হয়। পহেলা ফাগুন উৎসব আমাদের ষড়ঋতুর দেশের ঋতু বৈচিত্র্যের প্রজন্মের পরিচায়ক। আর বিশেষ করে শিক্ষাঙ্গনে এমন উৎসব শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে সুন্দর প্রজন্ম তৈরিতে সহায়ক ভুমিকা রাখে। “সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম তাঁর বক্তব্যে , “ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দেশের ছয় ঋতুর মধ্যে বসন্ত ঋতুরাজ। তরণ প্রজন্মের জন্য বলতে চাই- প্রকৃতি আমাদের আসল জায়গা। আমাদের যে অর্জন তার সবকিছুই প্রকৃতির কাছ থেকে। আসুন আমরা নিজেদের প্রকৃতির মধ্যে বিলিয়ে দিই।”দ্বিতীয় পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠন ওমরগণি এম.ই.এস. কলেজ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি শেখ মোঃ শরীফুল আলম সৌরভ এর সঞ্চালনায় অধ্যাপক নন্দিতা বড়ুয়ার তত্বাবধানে সংগঠনের সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালক শেখ সৌরভের রোমাঞ্চকর কথার ছন্দে, সংগঠনের সংগীত শিল্পী জয়, মাহফুজ, তিলক ও তাদের দলের গানে গানে, শ্রাবণ্য, ফারহানা, শারমিন, বর্ষা, আতকিয়া, স্মৃতিদের নৃত্যের তালে, ফাতেমা ও তার যন্ত্রীরাদের আবৃত্তি ভাব-বিনিময়ে শিল্পীরা উৎসবকে মাতিয়ে তোলেন। এ ছাড়াও অনুষ্ঠানকে চমকপ্রদ করে তুলতে ইসরাত, তামিম, হাবিব, জিন্নাত, শ্রাবণ্য, শর্মিলা, মাহফুজ, জয়, তিলক জয়ন্ত, বর্ষা, শারমিন, সালেহ্, ফয়সাল, জিসান, আতকিয়া, আজিজ, ইমরান, ফারজানা, ফারহানা, নজরুল,স্মৃতি, অর্পা, রিফাত,আরাফাত, সাফরিন, রিনভি,সাইফা, সাইবা, ইমন, অরিত্রী, সাজন, ফাহমিদা, স্বপ্নীল, মুনজারিন, সাগর, ফাহাদ, দীপা, মুগ্ধ, হাসান, রূপা, খুশবু, নুসরাত মিম সহ প্রমুখ দলীয় পরিবেশনা সহ বিভিন্ন সাজসজ্জার কাজ করেছেন, সাউন্ড সিস্টেম পরিচারনায় ছিলেন রিফাত সাইফুল্লাহ্ ও ছবি তুলেছেন ইফতেখার তুহিন।নারীদের পরনে ছিল হলুদ শাড়ি। খোঁপায় ছিল গোলাপ ও গাঁদা ফুলের মালা। ছেলেরাও সেজে ছিলো হলুদ পাঞ্জাবিতে। যেন ঋতুরাজ বসন্ত তার সকল রঙে ধরা দিয়েছে ওমর গণি এম.ই.এস. কলেজ প্রাঙ্গণে।শেষ পর্বে নৃত্য শিল্পী শারমিন সুলতানা শ্রাবণ্যের পরিচালনায় শিক্ষার্থীদের ফ্ল্যাশ মবে বাঙলার ঐতিহ্যবাহী গানের সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয় কলেজের বসন্ত উৎসবের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102