দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মো. আলী ফারুকী চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গত ৩০ ডিসেম্বর বিকেলে দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে নির্বাচনের প্রধান সমন্বয়কারী শাহজাদা বোরহান উদ্দিন হাফেজ নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলের মালা প্রতীকের প্রার্থী মো. আলী ফারুকী। এ সময় তিনি বলেন, তিনি নিবার্চিত হলে সংসদীয় এলাকাকে সন্ত্রাস, দূর্নীতি, শোষনমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করবেন। সংসদে তরিকত ও ইসলামের কথা তুলে ধরবেন। ২০০৮ সালে তরিকত ফেডারেশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়ে দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে তরিকতের পক্ষে কথা বলেছেন। একই সালে জামায়াত ইসলামের নিবন্ধনের বিরুদ্ধে মামলা করে ২০১৮ সালে মামলায় জয়লাভ করেন। পরবতর্ীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করার পর ২০২৩ সালে নামঞ্জুর হয়। তরিকত ফেডারেশন পেশিশক্তি, কালো বাজারী, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধের মাধ্যমে সুষ্ঠ নিবার্চনের দাবি জানান। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো. নুরুল মোস্তফা।