
নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি
এবার পাহাড়ি জনপদে বসছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। তিন পার্বত্য জেলার মধ্যে এই প্রথম নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। আর এই অভাবনীয় কাজটির সফল বাস্তবায়ন ঘটতে যাচ্ছে কোন সরকারি বরাদ্দের টাকায় নয় বরং সাধারণ মানুষের অনুদানের টাকায়। আর বরাবরের মতো এবারো কাজটির সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা: মোরশেদ আলী।
করোনা কালীন সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের অনুদান সংগ্রহ করে ইতিমধ্যে তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অনুরূপ সেন্ট্রাল অক্সিজেন লাইন স্হাপন করে তাক লাগিয়ে দিয়েছেন।
আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.জেড.এম.সলিম ও হাসপাতালের অন্যান্য ডাক্তার এবং নার্সদের নিয়ে অনাড়ম্বর উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন সংকটাপন্ন রোগীদের সেবার অন্যতম অনুসঙ্গ এই সেন্ট্রাল অক্সিজেন লাইন স্হাপন নাইক্ষ্যংছড়ির পাহাড়ি জনপদের স্বাস্থ্য ব্যবস্হায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি এ ধরনের উদ্যোগের জন্য ডাঃ মোরশেদ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি এ কাজের উদ্ভোধন ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.জেড.এম.সলিম বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইন এতোদিন শুধু মেডিকেল কলেজ হাসপাতালে দেখে এসেছি। কিন্তু এই প্রত্যন্ত এলাকায় এটা স্বপ্নের মতো। ডাঃ মোরশেদ আলীর এই অবদান আমরা এবং নাইক্ষ্যংছড়িবাসী সবসময় স্মরণ করবে। তিনি যাঁরা এ কাজে অনুদান প্রদান করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
leave your comments