নিজস্ব প্রতিবেদক: হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত ।আজিমুল গনি’র বাসভবনে ১৯ জুলাই ২০২৫, শনিবার বিকেল ৪টায় হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও দার্শনিক, আল্লামা সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ অছিউর রহমান আল কাদেরী। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আবুল ফয়েজ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সেলিম জাফর, মাদ্রাসার মহাপরিচালক নুরুল আমিন, ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সুপার মুকতার, মাষ্টার সাহাবু উদ্দিন এবং পরিচালনা কমিটির সদস্যগণ যথাক্রমে মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ লোকমান সওদাগর, মোহাম্মদ জাবেদুল আলম, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, মতিউর রহমান, নানুপুর বাজার অলী আল্লাহ শাহী জামে মসজিদের খতিব, প্রতিষ্ঠাতা হযরত আহমদ ছাফা (রঃ), মাওলানা মোহাম্মদ আবুল বশর, মোতালেব পারভেজ ও আবদুর রশিদ প্রমুখ। সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল: •মাদ্রাসার গত এক বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব। •শিক্ষকদের মাসিক বেতন প্রদান এবং তার রেকর্ড সংরক্ষণ।•সরকারি করণের লক্ষ্যে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপ ও ব্যয় বিবরণ। •ব্যাংকে জমাকৃত অর্থ ও জেলা পরিষদের বরাদ্দের আগমন-বহির্গমন হিসাব। •মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ। •প্রতি মাসে পরিচালনা কমিটির নিয়মিত সভা এবং তিন মাস অন্তর রেজুলেশন মিটিং আয়োজনের গুরুত্ব।•ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতির জন্য অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ এবং মতবিনিময় সভার আয়োজন। •মাদ্রাসা প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তা। সভায় বক্তারা বলেন, মাদ্রাসার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একাডেমিক মান উন্নয়নের জন্য নিয়মিত হিসাবনিকাশ, কার্যক্রম পর্যালোচনা ও নেতৃত্বের মধ্যে সুসংহত সমন্বয় একান্ত জরুরি। বক্তারা আরো বলেন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে যাহার ভিত্তি প্রস্তর স্থাপন করেন শেরে মিল্লাত মাওলানা ওবায়দুল হক নঈমী। সভা শেষে উপস্থিত সবাই মাদ্রাসার উত্তরণ ও সার্বিক উন্নয়নের জন্য দোয়া করেন।