চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নবনিযুক্ত প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের সাথে গত ২৭ আগষ্ট সকালে পৌরসভা কার্যালয়ে প্রথম কর্ম দিবসে সৌজন্যে সাক্ষাৎ করেন দোহাজারী পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। এইসময় পৌর প্রশাসকের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পৌরসভার বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব বাবু খাঁন, আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, দোহাজারী পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মাহফুজ রহমান মাহফুজ, যুগ্ন আহ্বায়ক ফরিদুল আলম, সদস্য মোঃ শাহজাহান প্রমূখ।পরে টানা বৃষ্টিতে ভেঙে যাওয়া বিধবা রেজিয়া বেগমের ঘর পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।