আজিমুল গনি (ইউএই): গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল আবীর শাখায় পীরে বাঙ্গাল হুজুরের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত ২৭ এপ্রিল, রোববার, বাদ এশা, গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল আবীর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক বিশাল সংবর্ধনা সভা ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে পীরে বাঙ্গাল, আওলাদে রাসুল (সঃ), মুর্শিদে বরহক, হযরত পীর মুহাম্মদ সাবের শাহ মাঃজিঃআঃ, এবং তাঁর শাহাজাদা কাসেম শাহ মাঃজিঃআঃ ও মাহমুদ শাহ মাঃজিঃআঃ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে পরিপূর্ণ করেন। সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল আবীর শাখার সভাপতি মুহাম্মদ তৈয়ব শাহ। সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও মাওলানা মোহাম্মদ আবুল মুনছুর যৌথভাবে পরিচালনা করেন। প্রধান অতিথির আসন অলংকৃত করেন পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাঃজিঃআঃ, শাহাজাদা কাসেম শাহ মাঃজিঃআঃ এবং শাহাজাদা মাহমুদ শাহ মাঃজিঃআঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদুল আলম, কাজী মুহাম্মদ ওমর গনি, আলহাজ্ব মুহাম্মদ ইয়াকুব এবং অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ তৌহিদুল করিম। তাকরীর পেশ করেন মাওলানা মোহাম্মদ সিরাজ এবং মাওলানা মোহাম্মদ আবদুল গফুর নোমানী সাহেব। অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল আবীর শাখার নেতৃত্ববৃন্দ, সদস্যবৃন্দ এবং শত শত ধর্মপ্রাণ সুন্নি অলি প্রেমিক মুসলিম ভাইয়েরা উপস্থিত ছিলেন। পীরে বাঙ্গাল হুজুর তরিকতের ফযিলতের উপর গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বক্তব্য পেশ করেন। শেষে দেশ, জাতি, মাযহাব ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় আখেরী মোনাজাত পরিচালিত হয়।