আটারো বছরে পা রাখলো চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ’। এ উপলক্ষ্যে সোমবার বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছন্দানন্দের ছাত্র-ছাত্রীরা দিনব্যাপী একক গান, দ্বৈত গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান পরিচালনা করেন ছন্দানন্দের পরিচালক নন্দ দুলাল গোস্বামী। পরিশেষে ছন্দানন্দের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।