নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজান উপজেলার কৃতি সন্তান মহিউদ্দিন মোহাম্মদ নোমান কৃতৃত্বের সহিত এমবিবিএস পাশ করেছেন। তার এ সফলতার জন্য শিক্ষক মণ্ডলী, পরিবার, আত্নীয়-স্বজন, বন্ধু – বান্ধব, শুভন্যধ্যায়ীরা অভিনন্দন ও মোবারক বাদ জানিয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এমবিবিএস শেষ পর্বের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। ফলাফলে তিনি ভালো ফলাফলের মাধ্যমে কৃতৃত্ব অর্জন করেন। উল্লেখ্য যে তিনি হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন হযরত আবদুল বাছেত শাহী জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মতোয়াল্লী, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী দান বীর ও সমাজ সেসব আলহাজ্ব মোহাম্মদ রফিক উদ্দিনের একমাত্র ছেলে । মহিউদ্দিন মোহাম্মদ নোমান বলেছেন, আমার এই কৃতকার্য আমার মা-বাবার, তাদের উৎসাহ উদ্দীপনা ও সহযোগীতার কারণে আমি এতটুকু আসতে পেরেছি। একজন মানবিক ডাক্তার হওয়ার প্রয়াস নিয়ে আমার পথ চলা শুরু। আমি সকলের নিকট দোয়া চাই।