সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্হ হাজারী বাড়ি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস ও শ্রী শ্রী লোকনাথ গীতা সংঘের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সার্বজনীন গীতাযজ্ঞ মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় শ্রী শ্রী লোকনাথ যুব সংগঠনের সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়। গত ৫ জানুয়ারী রাতে দোহাজারী হাজারী বাড়ি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মাঠ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ভূমি দাতা অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক লিয়াকত আলী, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দীন, সাবেক মেম্বার ঝুন্টু মল্লিক, উৎসব উদযাপন পরিষদের সভাপতি অরুন কান্তি দত্ত, সাবেক সভাপতি ডাঃ শম্ভু দে, প্রফুল্ল দে, বাবুল দে, বাদল দাশ, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, সুমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক গনেশ দে সৌরভ, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, অর্থ সম্পাদক টিটু দাশ, গৌরাঙ্গ চক্রবর্ত্তী, সুজিত চক্রবর্ত্তী, সুনিল দাশ, ডাঃ বাবলা দত্ত, যীশু দে, দীলিপ দত্ত, মিন্টু দে, দিপক মল্লিক, রতন শীল, রন দে, আশীষ দে, কৃষ্ণ দে, চন্দন মল্লিক, সাগর দে, তপন ধর, সজল দে, শ্রী শ্রী লোকনাথ যুব সংগঠনের সদস্য সম্রাট দে এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুবেল চক্রবর্ত্তী, রাজু দাশ, রাসু দে, সুব্রত দাশ, রকি মল্লিক, সংকর দে, শাপলু চক্রবর্ত্তী, রনি মল্লিক, রতন মল্লিক, পরিমল মজুমদার, ছোটন দাশ, বিদর দে, যীশু মল্লিক, ধনঞ্জয় দে, ছোটন দে, ধ্রুব পাল, জিতু দে, রুবেল কান্তি দে, বাপ্পু রাজ দে, বিপ্লব দাশ, সৌরভ মজুমদার, আকাশ দাশ, অন্তর মল্লিক, সুজন দাশ, নয়ন দে, শিপ্লব দাশ, অনিক দে, ভুবন দে, সনি দে, আশিষ দে, সুজন দে প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সর্বোচ্চ চাঁদা সংগ্রহকারী সুজন দে কে ফুলের শুভেচ্ছা, ক্রেষ্ট ও লোকনাথ বাবার মূর্তি প্রদান করা হয়।