লেখক মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান(মাদ্রাসার সুপার)
ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের অত্যান্ত দুর্গম এলাকা মগকাটা গ্রাম। যেখানে ছিলনা কোনো শিক্ষা প্রতিষ্ঠান। যার ধরুন শিক্ষা থেকে বঞ্চিত ছিল এই এলাকার শিশুরা। পিছিয়ে পড়া প্রত্যন্ত এই অঞ্চলে ২০১৬ সালের নভেম্বরে হযরত আহমদ ছাফা (রহঃ) তালীমুল কোরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে। যা পরে হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে নাম পরিবর্তন করা হয়। দেশ বিদেশের মানুষের সহযোগিতায় নানুপুরের বাসিন্দা প্রবাসী সাংবাদিক আজিমুল গনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বুজুর্গ ব্যাক্তিত্ব হযরত আহমদ ছাফা (রহ.) এর নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর নির্মাণ করা হয় একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ। পরে প্রতিষ্ঠা হয় হেফজখানা ও এতিমখানা। এখন সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। বর্তমানে এই মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। পাশাপাশি হেফজ বিভাগে দক্ষ শিক্ষক দ্বারা হিফজুল কোরআনের পড়াশোনা চলছে। অন্যদিকে মসজিদ নির্মিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকাবাসীর নামাজ আদায়ের সুযোগ হয়েছে। এই মাদ্রাসাটিকে কেন্দ্র করে এই এলাকায় আমূল পরিবর্তন এসেছে। মাদ্রাসার আশেপাশে হয়েছে কয়েকটি মার্কেট। গড়ে উঠেছে ব্যবস্যা প্রতিষ্ঠান। বলা যায়, অন্ধকারে আলোর মশাল জ্বালিয়েছে এই মাদ্রাসাটি। এই প্রতিষ্ঠানে পরিদর্শনে এসেছেন দেশের নামকরা আলেম ওলামা, পীর মাশায়েখ, বড় বড় দরবারের শাহজাদা ও বিশিষ্ট ব্যক্তিরা।এলাকাবাসী দেশ-বিদেশে ধর্মপ্রিয় মুসলমানের দোয়া ও সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি দিন দিন এগিয়ে যাচ্ছে। দেশ-বিদেশে মাদ্রাসাটির সুনাম ছড়িয়ে পড়েছে।