ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। বীর প্রসবিনী চট্টগ্রামের আরএফ পুলিশ প্লাজা ৫ম তলায় সনাতনী গ্রুপ গল্পকুটির পরিবার এর ২০২৪ সালের গ্রুপ এক্সপার্ট সদস্য বিজয়ী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পবিত্র চণ্ডীপাঠ এবং মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ,জ্ঞানপ্রবীর অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্ত্তী,
গল্প কুটির পরিবারের চীফ এডমিন, বিশিষ্ট সমাজ সেবক জ্যোতিষ গবেষক রাধেশ্যাম আচার্য্য আশিক এর সভাপতিত্বে চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষনা সমিতির অর্থ সম্পাদক পণ্ডিত শ্রী প্রান্ত আচার্য্য সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের (অবঃ)ডেপুটি জেনারেল ম্যানেজার, সনাতনী চিন্তাবিদ শ্রীযুক্তবাবু শম্ভু দাশ, অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর পণ্ডিত শ্রী রাজ কুমার আচার্য্য, বিশেষ অতিথি ছিলেন গল্প কুটির পরিবারের সম্মানিত উপদেষ্টা উজ্জ্বল চৌধুরী, শ্রী শ্রী জগন্নাথ পূজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্টপোষক জ্যোতিষ মহাপাধ্যায় শ্রী রাজীব আচার্য্য,গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রুপের এডমিন মনিকা ভৌমিক,দীপ্তি বিশ্বাস,সঞ্জয় দেব,মডারেটর টিংকু ভৌমিক।২০২৪ সালের সফল শ্রেষ্ঠ এডমিন নির্বাচিত হয়েছেন দীপ্তি বিশ্বাস ও সঞ্জয় দেব তাই তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
গ্রুপ এক্সপার্ট হিসেবে -রানু চক্রবর্ত্তী, গংগেশ দাশ,রাজন দাশ, আশীষ তালুকদার, ইন্দ্রিরা ধর, লাকী সরকার, নন্দিতা ভট্টাচার্য্য,জয়শ্রী সরকার,জনি দেব,মিন্টু দাশ,রিপন দাশ, টুম্পা সরকার,রিটন চৌধুরী,সুজন দাশ অনিক সেন মৃদুল কান্তি দাশ,সজল চৌধুরী কে সম্মাননা প্রদান করা হয়। এবং উপদেষ্টা উজ্জ্বল চৌধুরী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অসাধারণ নৃত্য পরিবেশন করায় পৃথিবী চক্রবর্ত্তী অক্সি এবং প্রকৃতি চক্রবর্ত্তী জেন কে পুরুষ্কার প্রদান করা হয়