শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূজামণ্ডপ পরিদর্শন চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন‘র বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত সংযুক্ত আরব আমিরাতে কাদি গ্রুপ অব কোম্পানি‘র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা. উদযাপন গাউছিয়া কমিটি আজমান কারামা বাজার শাখার উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত শারজাহ ইউনিয়ন মল গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত দুবাইয়ে ‘কাচ্চি দরবার রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন আগামী ১২ই সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে ৭ দফা দাবিতে অতিরিক্ত সময় কর্মস্থলে ডিপ্লোমা প্রকৌশলীরা চন্দনাইশে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন‘র বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুছ মার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউছুফ, পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সুমন, বিএনপি নেতা সুলতান সওদাগর, ফারুক মিয়া, যুবদল নেতা ফারুক, শওকত, মোহাম্মদ জমিরুদ্দীন, মোহাম্মদ বাবু, নুরুল আমিন, মাহবুবুল আলম প্রমুখ। লিফলেট বিতরণকালে বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটি কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং একটি মুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোতে রয়েছে নাগরিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। আজকে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, বাকস্বাধীনতা সংকুচিত, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণ হয়েছে—এই দুঃসময়ে জনগণের মুক্তির সনদ হিসেবেই ৩১ দফা প্রণীত হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা জনগণের হাতে এই লিফলেট তুলে দিচ্ছি যেন তারা বুঝতে পারেন বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে না; বরং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। তারেক রহমানের নির্দেশেই আমরা মাঠে নেমেছি—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।” লিফলেট বিতরণকালে সাধারণ মানুষকেও বিএনপির এ কর্মসূচির প্রতি সমর্থন জানাতে দেখা যায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102