
সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী সার্বজনীন শ্মশান কালী মন্দিরের উদ্যোগে রাস মহোৎসব, প্রতিমা প্রদর্শনী, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। গত ৬ নভেম্বর বিকেলে রাস মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে, বিশিষ্ট দানবীর ও মন্দিরের উপদেষ্টা নেপাল সরকারের মঙ্গল প্রদীপ প্রজ্বলন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহীর রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য, প্রধান ধর্মীয় আলোচক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, বিশেষ অতিথি জামিজুরী সার্বজনীন শ্মশান কালী মন্দিরের সভাপতি বিপ্লব ভট্টাচার্য্য। রাস মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রূপস চক্রবর্ত্তী টিটু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রুপক ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ সুধীর ব্রহ্মচারী, শিক্ষক বিকাশ কান্তি দাশ, নিহার কান্তি চৌধুরী, আশীষ দে, লিটন শীল, টিকলু ভট্টাচার্য্য,কৃষ্ণ দাশ, ভবতোষ শীল, গৌতম দাশ, অজিত শীল, মিন্টু ধর, সজল দাশ, তাপস চৌধুরী, শিবু দাশ প্রমুখ।