
চন্দনাইশ প্রতিনিধি ● সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) কর্মরত কার্যভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীরা ৭ দফা দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, দক্ষিণ জেলা সংসদের সভাপতি মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক বলদেব চাকমা, আঞ্চলিক সংসদের সভাপতি নীহার আসাম ও সাধারণ সম্পাদক জুলকার নাঈম। সম্প্রতি সরকার ‘সাময়িক শ্রমিক নীতিমালা–২০২৫’ ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, সাময়িক শ্রমিকরা মাসে ২২ দিনের বেশি হাজিরা দিতে পারবেন না। এ সিদ্ধান্তে সওজসহ সরকারি বিভিন্ন দপ্তরের মাষ্টাররোল কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিক নেতারা জানান, মাষ্টাররোল কর্মচারীরা ১৮–২০ বছর ধরে সওজের শূন্য পদের বিপরীতে দায়িত্ব পালন করে আসছেন। তারা অভিযোগ করেন, নতুন নীতিমালাটি শ্রমিকদের স্বার্থবিরোধী ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের নিয়মিত সংস্থাপনে আনার কথা থাকলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়নে অবহেলা করছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপনকারী এসব শ্রমিক বকেয়া বেতন-ভাতা পরিশোধ, নিয়মিতকরণ এবং ‘সাময়িক শ্রমিক নীতিমালা–২০২৫’ বাতিলসহ ৭ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি।