
বান্দরবানের লামায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজা রশিদ সাথে শেখ এইচ এম আহসান উল্লাহ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় হয়।এসময় নবাগত ইউএনও মোঃ রেজা রশিদ কে ফুলের তোড়া দিয় অভিনন্দন জানান আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও সমাজ সেবক শেখ এইচ এম আহসান উল্লাহ।
সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ ২৮ তম বিএসএস প্রশাসন ক্যাডার। এর আগে তিনি অর্থনৈতিক (প্লানিং কমিশনে) বিভাগে কর্মরত ছিলেন।
বিগত সময়ে কয়েকমাস চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছিলেন। এই প্রথম মাঠ পর্যায়ে রেজা রশিদ লামা উপজেলায় ২৭ তম নির্বাহী অফিসার হিসেবে ২৬ জুলাই অপরাহ্নে দায়িত্ব নেন।।
leave your comments