
মো. আজিমুশ শানুল হক দস্তগীর (চট্টগ্রাম): চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রতিষ্ঠা পরিবারের সদস্য বেলাল উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য মো. আলমগীর, অভিভাবক মো. আবদুর রহিম। সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে দিলীপ কান্তি দেব, অপণীতা চৌধুরী, হীরো রায় চৌধুরী, দুলাল কান্তি দাশ, লাকী সেন গুপ্তা, জাহাঙ্গীর আলম, পারভীন আকতার, জয়শ্রী দাশ, আতিকুর রহমান, মাওলানা জহুরুল আলম, ফরিদুল ইসলাম, মীরা চৌধুরী, মাওলানা জিয়াউর রহমান প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। সন্তানদেরকে ভালোবাসা, আন্তরিকতাভাবে যতœ নিতে হবে। তাদের লেখাপড়ায় মনযোগী করতে হবে। আপনার ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে প্রতিনিয়ত নজরদারী করতে হবে। আপনার ছেলে-মেয়ের লেখাপড়ার বিষয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে। টেস্ট পরীক্ষার সময় আর দুইমাস বাকি, এ দুইমাস যদি আপনার ছেলে-মেয়েকে যথাযথভাবে লেখাপড়ায় মনযোগী করাতে পারেন, লেখাপড়ার মান-উন্নয়ন করতে পারেন, তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাদের নৈতিক বিকাশ এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা এ ধরণের সভা শিক্ষার্থীদের বিদ্যালয়েল প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে।