
রিমন মুহুরী-
বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ১৯ শে মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হল মিলনায়তনে এক আলােচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মহর্ষী পন্ডিত অধ্যক্ষ ননী গােপাল আচার্য’র সভাপতিত্বে ও মহাসচিব বিজয় শর্মার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভ উদ্বাধক ছিলেন বাংলাদশ এস্ট্রলজার্স সােসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.মুহাম্মদ আনিসুল হক।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। প্রধান আলােচক ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য। মহান অতিথি ছিলন হিদু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দৈনিক পূর্বকোণের সার্কুলেশন ম্যানজার তাপস কুমার নন্দী, কাউন্সিলর জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্তা, ড.জী কিবরিয়া, ড. শেখর রায়, ড. ইকবাল মাহমুদ, উপদেষ্টা পলাশ কান্তি নাথ রনি, লায়ন ইঞ্জিনিয়ার মনতোষ মুহুরী, এস.এম রাকিব হাসান, শেখ টুটুল, বিশ্বজিত হালদার, চিন্ময় চৌধুরী মিথুন, ড. মিল্টন বাড়, মিলন চক্রবর্ত্তী, প্রিয় মােহন কাছারী।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইয়াসিন আরাফাত মেহেদী, রতন আচার্য্য, সহ-সভাপতি সুজিত আচার্য্য, অতিরিক্ত মহাসচিব এস.কে আচার্য্য শ্যামল, মিন্টু শর্মা, যুগ্ম মহাসচিব লায়ন রিমন মুহুরী, জয়দব আচার্য্য, সুজিত আচার্য্য, পন্ডিত সুজন আচার্য্য, দুলাল বড়ুয়া, তুষার দাশ দােলন, চদ্ররাজ আচার্য্য, তপন আচার্য্য, তাপস আচার্য্য, পিটু ভট্টাচার্য্য, বাবলা ভট্টাচার্য্য, কৃষ্ণপদ আচার্য্য, দুলাল আচার্য্য, গীমাস প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, ননী গোপাল আচার্য্য, রুদ্র আচার্য্য, সম্রাট শর্মা, অতিদ্রীয় আচার্য্য তীর্থ, প্রীতম মুহুরী, নয়ন আচার্য্য, অসীম আচার্য্য, হারাধন আচার্য্য, সুমন চক্রবর্ত্তী প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণ জ্যোতিষদের সংবর্ধনা এবং প্রাতিষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়।
leave your comments