ফয়সাল সিদ্দিকি ইমন (বিশেষ প্রতিনিধি) বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তারা পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান এএফডব্লিউসি, পিএসসি, জি, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন, চন্দনাইশ ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি এবং ক্যাপ্টেন আরেফ আসমার জয়সহ অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও আশ্বস্ত করে বলেন, “সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। পূজা পালনে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে।” অতিথিরা পূজা পরিষদ নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।