চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে আজিজুল হক ওরফে নয়ন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাসেমের ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়া-চন্দনাইশ সীমান্তের কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহটি কয়েক টুকরো হয়ে গেছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত করা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন সৌদি আরবে প্রবাসী ছিলেন। সেখানকার সময় থেকেই তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং এক নারীর সঙ্গে সম্পর্কেও জড়ান। প্রায় ৬ মাস আগে দেশে ফিরে আসার পর পরিবার তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করে। পরে তিন মাস আগে সামাজিকভাবে তাকে বিয়ে করানো হয়। তবে তিনি প্রায়ই উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। সম্প্রতি তার মা-বাবা চট্টগ্রাম শহরে চলে যান। নয়ন ঘরের সব আসবাবপত্র বিক্রি করে দেন। রবিবার রাত ৮টার দিকে নিজ ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। পরদিন সকালে খরনা রেলস্টেশনে খবর আসে—চন্দনাইশের কাঞ্চনাবাদ উত্তর মুরাদাবাদ রেলবিট এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।