
নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি
——-
সাম্প্রতিক সময়ে অাজিজনগরের চোলাই মদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকা অনলাইন নিউজে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গুরুত্ব সহকারে নিউজ প্রচার করা হচ্ছে।
এসব সংবাদের ভিত্তিতে লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের কঠোর নির্দেশে বিভিন্নস্হানে পৃথক অভিযানে চোলাই মদসহ পাচারকারীদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, তবে প্রতিবারের মত অধরাই রয়ে গেলো রাঘব বোয়ালের দল।
সেই স্কুল জীবন থেকে দেখে অাসছি অাজিজনগর চাম্বি হেডম্যান পাড়ায় বিভিন্ন ঘরে ঘরে বাংলামদ তৈরীর দৃশ্য।অার সন্ধ্যার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে অাসা মাদকসেবীদের মাতলামী,চলতি পথে এসব মদখোরদের মাতলামী এতটাই বেড়ে যায় যে মা বোনদের রাস্তঘাঠে কিংবা স্কুলগামী ছাত্র/ছাত্রীদের গায়ে ঢলে পড়ার অবস্হা হয়ে যায়।মুলত চাম্বি বাজার, চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়,চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং অাজিজনগর ইউনিয়ন পরিষদ ভবন এগুলোর চারপাশ্বে হেডম্যানপাড়ার অবস্হান হওয়ায় পথচারী কিংবা স্কুলগামী ছাত্র/ছাত্রীদের মুখে কাপড় বেধে স্কুলে যেতে হয়।
দক্ষিণ চট্রগ্রামের বিশাল বাংলামদের ডিপো খ্যাত এ অাজিজনগরের এতটাই দূর্নাম ছড়িয়েছে যে বর্তমানে অাজিজনগরে শিক্ষিতের হার বেড়ে যাওয়া,শিক্ষা,প্রশাসন অার স্বাস্হ্য ক্যাডারে এ এলাকার মেধাবীরা প্রতিনিধিত্বসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে অাজিজনগরের ছেলেদের অবস্হান থাকার পরে ও কেন জানি অাজিজনগর নামটা অনেকেই ঘৃন্যভাবে উপস্হাপন করে।যেটার অভিশাপের করাল গ্রাস অামাদের পূর্ববর্তী প্রজন্ম,অামরা এবং বর্তমান প্রজন্মকে খেসারত দিতে হচ্ছে।
প্রশাসনের সর্ব্বোচ্চ পর্যায় থেকে বড় বড় অনেক অভিযান,মোবাইল কোর্ট,সেনাবাহিনী,Rab,বিজিবি,পুলিশের যৌথ অভিযানে মাদক বানানোর অনেক সরন্জাম নষ্ট করা,হাজার হাজার লিটার চোলাইমদ ধ্বংশ করা,এদের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা অনেকবার দেখেছি।অনেক নিউজ ও করেছি।ফলাফল যেই লাউ সেই কদুর মত।
এখন প্রশ্ন হচ্ছে রাতের অাধারে বড় বড় মাদকের চালানগুলো তো অাকাশপথে কিংবা পাতাল রোডে পাচার হচ্ছেনা অাজিজনগরের দুটিমাত্র পথ এ দুটি পথ দিয়েইতো মাদকের বড় বড় চালানগুলো কখনো জ্বীপ,কখনো হাইয়েছ,কখনো এ্যাম্বুলেন্স কখনো কারগাড়ী এসব বাহনে করে বীরত্বের সাথে প্রতিদিন মাদকের চালান চলে যাচ্ছে বিভিন্ন স্হানে।অার রাঘব বোয়াল ছাড়া ও কিছু কিছু হোন্ডা চালক অতিলোভের অাশায় ভাড়ায় মাদকপাচার কারিদের পৌছে দিচ্ছে তাদের স্বীয় গন্হব্যে যদি ওবা ইতিমধ্যে অাজিজনগর যুবকল্যাণ সমিতি তথা মোটরসাইকেল চালক সমিতি এদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে দোষীদের বিরুদ্ধে যথায়থ ব্যবস্হা নেয়ার পরে ও বন্ধ করা যাচ্ছেনা।
এসব মাদক পাচারে উৎপাদন থেকে রাস্তা ক্লিয়ার কিংবা মাদকবোঝাই গাড়ী নির্দিষ্ট গন্হব্যে পৌছে দিতে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেইট।যেটি কারো অজানা নয়।এবং এদের
5G নেটওয়ার্কের দ্রুত গতির খবর অাদান প্রদানে চোলাইমদ সহজে পাচার করা সম্ভব হচ্ছে।
প্রশ্ন হচ্ছে রাতে পুলিশ ও অানসার ভিডিপির যৌথটহল,বাজার ও মার্কেটের নৈশপ্রহরী,দুটি টোল চেকপোষ্ট সবকিছু ডিঙ্গিয়ে এগুলো কিভাবে দেদারসে চলে যাচ্ছে?
মাদকপাচার বন্ধে অাজ অাজিজনগরবাসি স্বোচ্ছার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না জেনে মনগড়া কমেন্ট কখনো মাদকপাচার বন্ধ করা যাবেনা।এসব মাদকের বিরুদ্ধে অাজিজনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জসিম উদ্দীনের শক্তিশালী অবস্হান,মাদক উৎপাদনকারি কিছু পরিবার কে বিকল্প উপার্জনের, ব্যবস্হা,উন্নয়নমুলক নানাবিধ প্রকল্প দিয়ে সহযোগিতা করবার পর ও উনাকে জড়িয়ে বাজে মন্হব্য করা হচ্ছে যেটি মোটে ও কাম্য নয়।পারস্পরিক কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের নিমিত্তে মনগড়া বক্তব্য নয় উনাকে নিয়ে মাদকপাচার রোধে এ সংগ্রামে সম্মিলিত অংশগ্রহনে সফল হবো অামরা।
চাম্বি হেডম্যানপাড়ার সিংহলভাগ পরিবার অাজ মাদকের বিরুদ্ধে সোচ্ছার।পাড়ার প্রায় প্রতিটি ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা সমাজের ভালো ভালো অবস্হানে রয়েছে।তারা ও মাদকধ্বংশের পক্ষে।
মাদক প্রচারে যতবড় সিন্ডিকেটের হাত থাকুক না কেন অাজিজনগরের ঐতিহ্য,সুনাম ধরে রাখতে প্রয়োজন সকলের অংশগ্রহনে মাদকবিরোধী যুদ্ধে অবতীর্ন হওয়া।তবেই সফলকাম হবো অামরা।
অাসুন এ যুদ্ধে সারথী হই।গড়ি মাদকমুক্ত অাজিজনগর।
leave your comments