
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এক বছর পূর্ণ হচ্ছে আজ । করােনা সংক্রমণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘােষণা করে সরকার । পরবর্তীতে দফায় দফায় এই দুটি বাড়ানাে হয় । সরকারের সর্বশেষ ঘােষণায় আগামী ২৯ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানাে হয় ।
করােনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলােতে এক বছর ধরে শিক্ষার্থীদের কোলাহল – পদচারণা নেই । নেই সহপাঠীর সাথে খুনসুঁটি । অনেকটা বদ্ধ ঘরে দিন পার করছে অধিকাংশ শিক্ষার্থী ।
যদিও অনেক মা বাবাকে এই সংক্রমণের মধ্যে পর্যটন ও বিনােদন কেন্দ্রে সন্তানদের নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে , যা জয় দিয়েছে নানা তর্ক – বির্তকের । এই তর্ক – বিতর্কের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবি ওঠে । এর প্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খােলার ঘােষণা দিয়ে রাখা হয়েছে । তবে এ ঘােষণার পরপরই করােনা সংক্রমণ যেন আবার বাড়তে শুরু করেছে ।
আক্রান্তের হারের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে সমান তালে । ফলে ঘােষিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খােলা নিয়ে পুনরায় সংশয় দেখা দিয়েছে । যদিও পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খােলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন
leave your comments