নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার সংরক্ষণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা নির্ধারিত কর্মঘন্টার পর অতিরিক্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অফিস ছুটি হলেও প্রকৌশলীরা কর্মস্থল ত্যাগ না করে সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্বে অবিচল থাকেন। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, “দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা ও ডিপ্লোমাপ্রকৌশলীদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ইতিবাচক আন্দোলন করছি। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র–শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত ৭ দফা দাবির বাস্তবায়নের স্বপক্ষে এ কর্মসূচি পালন করা হচ্ছে।” সংগ্রাম পরিষদের সূত্রে জানা যায়, কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কাকরাইলস্থ আইডিইবি ভবনে জেলা শাখাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ৭ দফা দাবির উপর আলোচনা সভা করবে। আর ১৫ সেপ্টেম্বর ঢাকায় “যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা: জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব” শীর্ষক সেমিনার আয়োজন করা হবে।