আজিমুল গনি (দুবাই) দুবাই গ্যাসেস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া-১ এ, বিন দেখান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টার্নিং এর পাশে শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে দেশীয় স্বাদের রেস্টুরেন্ট “কাচ্চি দরবার”। আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে উদ্বোধন হতে যাওয়া এ রেস্টুরেন্টে প্রবাসীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানিসহ নানা মুখরোচক দেশীয় খাবারের আয়োজন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, শুধু প্রবাসীদের জন্য নয়, অন্যান্য দেশের খাদ্যরসিকদের কাছেও বাংলাদেশি খাবারের স্বাদ ছড়িয়ে দিতে কাজ করবে “কাচ্চি দরবার”। এখানে স্বাস্থ্যসম্মত, মানসম্পন্ন ও বৈচিত্র্যময় খাবারের পাশাপাশি পারিবারিক ও সামাজিক আড্ডার জন্য থাকবে উপযুক্ত পরিবেশ। শুধু খাবার পরিবেশনই নয়, “কাচ্চি দরবার” রেস্টুরেন্টে রয়েছে। জন্মদিন, বিবাহবার্ষিকী, পারিবারিক মিলনমেলা, ব্যবসায়িক সভা ও প্রবাসী কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পূর্ণাঙ্গ ব্যবস্থা। আলাদা পার্টিশন, অতিথি আপ্যায়নের বিশেষ সেবা ও আধুনিক সাজসজ্জা। আগাম বুকিংয়ের মাধ্যমে যে কেউ আয়োজন করতে পারবেন নিজের কাঙ্ক্ষিত অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, কমিউনিটি নেতা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আয়োজকদের আশা, “কাচ্চি দরবার রেস্টুরেন্ট” শীঘ্রই প্রবাসী সমাজের আস্থা ও পছন্দের তালিকায় জায়গা করে নেবে।