
চট্টগ্রামের বায়েজিদ বােস্তামী থানার মুক্তিযােদ্ধা কলােনিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন ।
নিহত ২৭ বছরের যুবক মাে . ইমন মুক্তিযােদ্ধা কলােনির নুর কাশেমের ছেলে । রােববার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে । বায়েজিদ বােস্তামী থানার এসআই ছােটন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন , ছুরিকাঘাতে আহত এক যুবককে রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘােষণা করেন । সুত্র জানায় , এলাকায় আধিপত্য নিয়ে গত এক বছর সময় ধরে ইমন রনির অনুসারীদের সাথে সােহেল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল ।
এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছিল । রােববার রাত ৯ টার দিকে ইমন রনি তার অনুসারীদের নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সােহেল তার অনুসারীদের নিয়ে তাদের ওপর হামলা চালায় । এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমন রাস্তায় পড়ে গেলে তাকে উপর্যুপরি কোপানাে হয় ।
পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসলে সােহেলসহ অনুসারীরা পালিয়ে যায় । পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘােষণা করেন ।
leave your comments