মো. ফয়সাল সিদ্দিকী ইমন (চট্টগ্রাম) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) বাদে জুমা উত্তর কালিয়াইশস্থ মোহাম্মদীয়া কামালিয়া হেফজখানা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন সাগরের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া ছাত্রদল নেতা মোহাম্মদ ইলিয়াস সানি, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ কাইফ, মোঃ আরিফুল ইসলামসহ আরও অনেকে। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও ‘আপোষহীন দেশনেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে হেফজখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।