নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া মুন্সিভিটা এলাকায় নবনির্মিত মুন্সিভিটা মোহাম্মদীয়া শাহী জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পূর্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন অত্র মসজিদের ওয়াকফ মোতোয়াল্লী আলহাজ মোহাম্মদ রফিক । মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আলম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল জামান সোহেল'র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, পলিয়া পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক, আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান।উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য, এলাকার প্রবীণ ও তরুণরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী নামাজ ও দোয়া পরিচালনা করেন খতিব হাফেজ মাওলানা মো. আরাফাত হোসেন। বক্তারা বলেন,আমাদের এলাকায় দুটি মসজিদ থাকলেও আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। মসজিদের রক্ষণাবেক্ষণ এলাকাবাসী সকলের দায়িত্ব ও কর্তব্য। “মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং মুসলমানদের ঐক্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। সবাইকে মিলেমিশে এ মসজিদের কার্যক্রম সচল রাখতে হবে।”স্থানীয় এলাকাবাসী মুসল্লিদের সহায়তা ও প্রবাসী দাতাদের অর্থায়নে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদে রয়েছে প্রশস্ত নামাজ কক্ষ, ওযুখানা, সাউন্ড সিস্টেম এবং আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাই মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের কল্যাণে দোয়া করেন।