আজিমুল গনি( ইউএই) সংযুক্ত আরব আমিরাতে শফিকীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ আগস্ট শারজাহ আল নাছির বিল্ডিং হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আইয়ুব আলী। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীদুল আলম চৌধুরী (বাবর) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আহমদ উল্লাহ, মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ আতিকুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইউচুপ সওদাগর, আজিমুল গনি, মোহাম্মদ এমরান, মোহাম্মদ হামিদুল্লাহ প্রমুখ। সভায় আগত অতিথিরা ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর গুরুত্ব, তাৎপর্য ও শান্তিপূর্ণভাবে জশনে জুলুস উদ্যাপনের প্রস্তুতি বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। উপস্থিত সকলে সফল ও সুসংগঠিতভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।