আজিমুল গনি (ইউএই): গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজধানী আবুধাবী শাখার ২০২৫-২০২৬ ও ২০২৭ ইংরেজি মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত ২০ জুলাই ২০২৫ তারিখে ঘোষিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসলাম উদ্দিন হাসেম, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু। ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মো. জামাল উদ্দিন, মো. আলি, মাওলানা মোঃ ইয়াকুব আলকাদেরী, মোহাম্মদ উমর ফারুক। সহ-সভাপতি: মোঃ কফিল সিকদার, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আবু বক্কর, মোঃ আলম মেকানিক, মোহাম্মদ জসিম উদ্দিন/আল মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ শওকত আলী। সহ সাধারণ সম্পাদক: মোহাম্মদ এস্কান্দার মির্জা, মোহাম্মদ কুতুবুল আলম, মোহাম্মদ হাসান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ নুরুল আজিম, সহ সাংগঠনিক সম্পাদক: মো. কামাল উদ্দীন, মো. উমর ফারুক সিকদার, মোহাম্মদ শাহেদ, মো. জাবেদুল আলম, মোহাম্মদ ওসমান গনি, মো. একেএম হাসান। অর্থ সম্পাদক: মোঃ ফজল করিম শাহ।সহ অর্থ সম্পাদক: মোহাম্মদ ইমরান উদ্দিন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মোফাস্সেল হোসেন (আল মোল্লা), দপ্তর সম্পাদক:মোহাম্মদ মামুনুর রশীদ। যুগ্ম দপ্তর সম্পাদক: মোহাম্মদ ওয়াহিদ লিটন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ হারুন।ধর্ম সম্পাদক: মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আলকাদেরী।সহ ধর্ম সম্পাদক: মাওলানা মোহাম্মদ আবু বক্কর আলকাদেরী, মাওলানা মোহাম্মদ সরওয়ার আলকাদেরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ মুসা। যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ আবুল কদর জাবেদ, মোহাম্মদ মহিউদ্দিন/ডিস, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ খোরশেদ (ভিল্লা), মোহাম্মদ আব্দুল মালেক। সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন হাসেম বলেন,“গাউসিয়া কমিটি শুধু একটি সংগঠন নয়, এটি ইসলামের সঠিক দাওয়াত প্রচারের একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমরা আবুধাবীর প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও কল্যাণের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো।” সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বলেন, “আমরা চেষ্টা করবো প্রবাসীদের কল্যাণে এবং ধর্মীয় ও সামাজিক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে। ঐক্যবদ্ধভাবে গাউসিয়া কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য” সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু বলেন,“কমিটির প্রতিটি সদস্যকে সক্রিয় রেখে আমরা গাউসিয়া কমিটির কার্যক্রমকে আরও শক্তিশালী করবো এবং প্রবাসীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনবো।” সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি প্রবাসীদের কল্যাণে, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে এবং ঐক্যবদ্ধভাবে গাউসিয়া কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।