শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে দারুল উলূম মাদ্রাসার প্রবাসী পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অন্ধকারে আলোর মশাল: হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চন্দনাইশে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূজামণ্ডপ পরিদর্শন চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন‘র বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত সংযুক্ত আরব আমিরাতে কাদি গ্রুপ অব কোম্পানি‘র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা. উদযাপন গাউছিয়া কমিটি আজমান কারামা বাজার শাখার উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত শারজাহ ইউনিয়ন মল গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত দুবাইয়ে ‘কাচ্চি দরবার রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন আগামী ১২ই সেপ্টেম্বর

গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবী শাখার অভিষেক অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আজিমুল গনি (ইউএই) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের আওতাধীন নবনির্বাচিত রাজধানী আবুধাবী শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদে মাগরিব আবুধাবী আল ইব্রাহিম হোটেল হলরুমে এ আয়োজন করা হয়। রাজধানী আবুধাবী শাখার নব নির্বাচিত সভাপতি আসলাম উদ্দিন হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় পরিষদের কেবিনেট মেম্বার ও আবুধাবী শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আজিম উদ্দিন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও কেবিনেট মেম্বার আলহাজ্ব মুহাম্মদ আজম খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব বলেন, “গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাদের বিশ্বাস, নৈতিকতা ও সেবার প্রতীক। প্রবাসের মাটিতে থেকেও আমরা ইসলামের শান্তির বার্তা ও মানবকল্যাণের কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। নবনির্বাচিত আবুধাবী শাখার নেতৃবৃন্দকে আমি স্মরণ করিয়ে দিতে চাই—পদ মর্যাদা নয়, বরং দায়িত্ব ও ত্যাগের মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা পায়। আমাদের প্রত্যেকের কাজ হবে—ঐক্য রক্ষা, দ্বীনের খেদমত, এবং সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়ানো।” এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মুহাম্মদ শফিউল আলম মানিক, আলহাজ্ব মুহাম্মদ উসমান আলী, আলহাজ্ব মফজ্জল আহমেদ সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ আলী জামাল, হাজী ইয়াকুব, মুহাম্মদ মুসা, মাওলানা মুফতি ইফতেখার হোসেন, মাওলানা মঈনউদ্দিন। আলহাজ্ব মুহাম্মদ হারুন, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ আবু শাহেদ আরজু,  আলহাজ্ব মাওলানা ওসমান তালুকদার,  আলহাজ্ব কামাল চৌধুরী,  মুহাম্মদ জামালউদ্দিন,  মুহাম্মদ তছলিম উদ্দিন,  মুহাম্মদ দিদারুল আলমসহ বিভিন্ন প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী। মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102