নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকেরা। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, মুহাম্মদ এরশাদ, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল এসএম রাশেদ, শাহাদাত হোসেন, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমূখ। বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিককে এভাবে হত্যা করা বর্বরতার শামিল এবং অগ্রহণযোগ্য। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশনি দেন অংশগ্রহণকারীরা।