আজিমুল গনি(ইউএই): সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রবাসীদের জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান হাজী সেলিম সি, আই, পি- উদ্যোগে যথারীতি প্রতি মাসের ন্যায় আয়োজিত হলো একটি বিশাল ও ভাবগম্ভীর দোয়া মাহফিল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাজী সেলিম এর সভাপতিত্বে এই মাহফিলটি অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেমগণ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সরোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন মাওলানা মাহবুব আলম নুরে বাংলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, , সুফি আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ শাহাজাহান শাহ্, মোহাম্মদ আলী আজম, ফয়েজুল ইসলাম করিম ভান্ডারী, মোহাম্মদ নুরুজ্জামান, মাওলানা মোহাম্মদ আবদুল করিম, মাওলানা নুরুল আলম, হাফেজ বদিউল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, সৈয়দ নুর, মোহাম্মদ হাসান প্রমূখ। সকল অতিথিরা প্রবাসীদের কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, ফিলিস্তিনি মুসলিম, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করেন। মাহফিল শেষে দেশবাসীর মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুব আলম নুরে বাংলা। অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ঐক্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, যা প্রবাসে ধর্মীয় মূল্যবোধ টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। হাজী সেলিম সিটি, আই, পি বরাবরের মতো ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।