নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হযরত আহমদ ছাফা (রহ:) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা-তে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ই এপ্রিল খিরাম মাদ্রাসা হল রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সজমুল কাইয়ুম। প্রধান বক্তা ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস। স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক সাহাবুউদ্দীন, সহ- সুপার মাওলানা মোহাম্মদ মোকতার হোসাইনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাদ্রাসার পরিচালক নুরুল আমিন, ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফয়েজ, মো.সজিব, মো. মোরশেদ, মোহাম্মদ জাবেদুল আলম, মো.রহিম উদ্দিন বাদশা, হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরহান, জান্নাতুন নাঈমা, আরিফা মণি ও আয়শা বেগম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই পাহাড়ি জনপদে ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে। সীমিত সম্পদেও যেভাবে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অগ্রসর হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। মাদ্রাসার উন্নয়ন কাজ যেন দ্রুত সম্পন্ন হয়, সেজন্য প্রবাসী সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।