আজিমুল গনি (ইউএই):
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক বিশেষ ঈদ পূর্ণমিলনী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক হাজী সেলিম, সি.আই.পি উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) হাজী সেলিম, সি.আই.পি’র নিজ বাসভবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও প্রবাসে পারস্পরিক সম্পর্ক জোরদারের এক মিলনমেলা।অনুষ্ঠানে মরহুম আবদুল বারী মাস্টারের রুহের মাগফিরাত, তাঁর সহধর্মিণীর সুস্থতা ও দীর্ঘ হায়াত এবং আয়োজক হাজী সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের। একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকলের জন্যও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল বাশার, মো. হাজী ইউনুস, কাজী মো. আলী, মো. নাজিম উদ্দীন, মো. আলী, আবদুল কাদের, মোস্তফা কামাল শিমুল সিআইপি, মুজিবুর রহমান, সাইদুর রহমান লিটন, আলী আজম, মো. সরোয়ার, রাশেদুল ইসলাম দুলাল, মো. মনজু, জাহাঙ্গীর মো. এমদাদ উল্লা, ছৈয়দ নুর, মো. সাইফুল করিম, মোহাম্মদ নেজাম ও মোহাম্মদ রাকিবসহ আরও অনেকে।