
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান খোকার (নৌকা মার্কার) পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।
৬ ফেব্রুয়ারী শনিবার দুপুর থেকে চন্দনাইশ পৌরসভার খাঁনহাট বাজার, গাছবাড়ীয়া কলেজ গেইট,থানা মোড়, বাগিচাহাট, বুলারতালু, কলঘর সহ বিভিন্ন জায়গায় নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে এই ভোটের প্রচারণা করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, সদস্য আবু কালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা মক্কা আওয়ামী লীগের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন, দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, উপজেলা প্রজন্মলীগ নেতা ইকবাল হোসেন, দোহাজারী পৌরসভা প্রজন্মলীগের সহ সভাপতি সত্যাপদ তালুকদার বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, মোঃ বেলাল, কাঞ্চনাবাদ ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিন, সাধারণ সম্পাদক আমজাত হোসেন হৃদয় সহ
উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।
leave your comments