চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশ প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) আহ্বায়কের বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের।
ক্লাবের সদস্য হাজী শহীদুল ইসলাম সঞ্চালনায়
আলোচনা অংশ নেন সাংবাদিক যথাক্রমে এডভোকেট মো. দেলোয়ার হোসেন, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, হামিদুর রহমান, আমিনুর রহমান, আকতার উদ্দিন নেজাম উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও গতি আসবে। একইসাথে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সাংবাদিকরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন।
আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের তার বক্তব্যে প্রেস ক্লাবের ঐক্যবদ্ধ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, “ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে এবং ক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”