নিজস্ব প্রতিবেদক:
গত ২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ শহরে সুফি আলহাজ্ব মোঃ আলী আকবরের নিজ বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। হাজিম আলী জেনারেল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুফি আলহাজ্ব মুহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, হযরত আহমদ ছাফা (রহ:) ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আজিমুল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাজী এরশাদ, মো. তারেক উদ্দিন, সুফি আলহাজ্ব আলী মর্তুজা ছাবের, সুফি আলহাজ্ব মুহাম্মদ আবু বকর সিদ্দিক ছাবিব বিন মুজাহিদ হোসেন, মুহাম্মদ ইউসুফ এবং মুহাম্মদ শরীফ উল্লাহ,মোহাম্মদ কইয়ুমসহ আরও অনেকে। আলোচনা পর্বে অতিথিরা পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য ও মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধতা সম্পর্কে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে সুফি আলহাজ্ব মুহাম্মদ আলী আকবর ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমাদের উচিত এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।” অনুষ্ঠানে আগত অতিথিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।