নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২ এপ্রিল বুধবার দুপুরে চন্দনাইশ প্রেসক্লাবের জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাও. মো. মোজাহেরুল কাদের, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক আজিমুশ-শানুল হক দস্তগীর, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন এবং সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী ও আরাফাত হোসেন।
সভার সর্বসম্মত কণ্ঠভোটে মাও. মোজাহেরুল কাদেরকে আহ্বায়ক এবং সৈকত দাশ ইমনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম চৌধুরী।
কমিটি আগামী তিন মাসের মধ্যে চন্দনাইশ প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
চন্দনাইশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ নতুন আহ্বায়ক কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।