আজিমুল গনি (ইউএই):
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আবুধাবিতে গোল্ডেন গ্রুপ অব কোম্পানির উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল। শনিবার, ২২ মার্চ, আমিরাতের রাজধানী আবুধাবির জাফরী বিল্ডিংস্থ কোম্পানির কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আলহাজ্ব মফজল আহমেদ সওদাগর। মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহর পরিচালনায় মাহফিলে পবিত্র রমজানের গুরুত্ব, রোজা, যাকাত ও ফিতরার তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। এতে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আবু বকর আল কাদেরী এবং মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উসমান আলী, মোহাম্মদ আনাস সওদাগর, মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী, মাওলানা ইয়াকুব আল কাদেরী, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ সালাউদ্দিন, মাওলানা ইউনুসসহ প্রবাসী মুসলিম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর সবাই একসঙ্গে ইফতার করেন। গোল্ডেন গ্রুপ অব কোম্পানির এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধকে আরও সুদৃঢ় করেছে। এভাবেই ধর্মীয় আবহে সম্পন্ন হলো গোল্ডেন গ্রুপ অব কোম্পানির এই ব্যতিক্রমী আয়োজন।