
মোঃ রব্বানী বিশ্বাস, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ-
খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী কদবেলতলায় শুক্রবার দিনব্যাপী চক্ষু রুগীর চিকিৎসা ও সল্পমূল্যে গরিব রােগীদের ঔষুধ প্রদান করা হয়েছে।
ডুমুরিয়ার গোনালী বেলতলায় খুলনা আনোয়ারা মেমােরিয়াল হাসপাতালের উদ্দোগে ও সাংবাদিক মোক্তার হোসেন এর সার্বিক সহযোগীতায় এই চক্ষু সেবা ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়। শনিবার রােগীদের সেবা প্রদান করেছেন খুলনা আনোয়ারা মেমােরিয়াল হাসপাতালের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার চক্ষু ডা. মােঃ বি ইউ রােমেল এবং পরিচালনায় ছিলেন এস এম জাকারিয়া মাসুদ। স্থানীয় রুগীদের সাথে কথা বলে জানা যায় তারা নিজ গ্রামে চক্ষু সেবা পেয়ে খুশি।
এমন সেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন অল্প খরচে চিকিৎসা, ঔষুধ ও অপারেশনের ব্যাবস্থা আমাদেরকে সহজভাবে সেবা নিতে সাহায্য করেছে।
leave your comments