
হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় দুটি সোনার দোকানের ৫০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এ তথ্যাটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, টেকনাফের যত্রতত্রে বৈধ কাগজপত্র ছাড়াই সোনার দোকান গড়ে তোলা হয়েছে। তারই ধারাবাহিকতায়, গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর ও টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এস আই) নকিবুল্লাহ ।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আবুল মনসুর বলেন, যত্রতত্র সোনার দোকান গড়ে তোলাই এ অভিযান চালানো হচ্ছে। ৬টি দোকানের মধ্যে দুটিতে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় রাখাইন স্বর্ণকার ও ছেনওয়ানজ্যা স্বর্ণকারের মালিক কর্তৃপক্ষকে ২৫ হাজার করে দুইটিতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।
leave your comments