আজিমুল গনি (ইউএই):
সংযুক্ত আরব আমিরাতে মিরাজুন্নবী (সাঃ) মাহফিল ও খাজা গরীবে নেওয়াজ (রা:), হয়রত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (রা:) , আল্লামা শেরে বাংলা আজিজুল হক (রাঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে জিকিরে মোস্তফা (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জানুয়ারি, শারজাহ, জি এন্ড বি সিগন্যাল আবছারের গ্যারেজে গাউসিয়া কমিটি শারজাহ আহ্বায়ক কমিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক হাজী মনসুর আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন মাওলানা জামাল উদ্দিন। যুগ্ন আহবায়ক হাজী নুরুন্নবী’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আলহাজ্ব মো. ইয়াসিন, মোঃ শফি, মোঃ আবছার, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ জসীম উদ্দিন, মো. শাহ আলম, মো. দিদারুল আলম, মোহাম্মদ ইকবাল, আলমগীর হোসাইন, মাওলানা আবদুল হক, মোহাম্মদ আবু তাহের সিকদার, মো. কাশেম, মো. মহিউদ্দিন, মাওলানা মোঃ জাবেদ শেখ, মাও. মোবারক আলী, মুফতি ইখতিয়ার, রিয়াজুল করিম রানা, মো. আলম, মো.হারুন, আবদুল হালিম, শিমুল, ওসমান, ফোরকান, মাওলানা এনাম, আবদুল করিম, মো. বদি, আবদুস সামাদ, হাফেজ এরশাদ, মো. মুন্না প্রমুখ। প্রধান অতিথি দিদারুল আলম বলেছেন, মিরাজের ঘটনা নবীজীর রিসালাতের অনেক বড় মুজিযা আর উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ প্রদত্ত একটি বড় নিআমত। এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেমন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মান আরো বৃদ্ধি করেছেন, তেমনি তাঁর উচ্চ মর্যদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টিজগৎকে। সকলকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন করার আহ্বান জানান। পরে দেশ ও প্রবাসের সকলের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. আবদুল করিম আল কাদেরী।